বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। রবিবার তার মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।
মৃত মো. নুর আলম (৬০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী এলাকার বাসিন্দা।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়, বৃদ্ধ নরু আলম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছে। এ নিয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের সরকারী অন্যান্য হাসপাতালে মারা গেছেন আরো ৭ জন। এ নিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতালে ২৯ রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮৮ জন রোগী বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
গত ১ জানুয়ারী থেকে মঙ্গলবার পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৫২৯ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে চার হাজার ২০৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন।
এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন, ঝালকাঠিতে ৪ জন, বরগুনায় ৭৬ জন, পিরোজপুরে ১৫ জন, ভোলায় ৩২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, পটুয়াখালী জেলায় ৩০জন ও বরিশাল জেলায় ৪৪ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ঔষধসহ সেবা কার্যক্রমে কোন ঘাটতি নেই। তবে প্রতিরোধই উত্তম। মশার বিস্তাররোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য পরিচালক।
বিডি প্রতিদিন/এএম