বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরও ১৪ জন রোগী বরিশাল বিভাগের সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।
মারা যাওয়া বৃদ্ধ মো. জয়নাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৪ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ হাজার ৭৬০ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬১৯ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।
সবচেয়ে বেশি রোগী মারা গেছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫২ জন। এছাড়াও বরগুনায় ৪, ভোলা ও পিরোজপুরে তিনজন করে এবং পটুয়াখালীতে দুই জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল