উচ্চ আদালতের নির্দেশের পরও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের স্ত্রী-সন্তানের টাকা ফেরত দিচ্ছে না বেসরকারিখাতের প্রাইম ব্যাংক পিএলসি।
জানা গেছে, হাসান আহমেদের প্রায় একশ কোটি টাকার এফডিআর রয়েছে ব্যাংকটির মতিঝিল শাখায়। হাসান আহমেদের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওয়ারিশ সনদসহ প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় আবেদন করেন। ব্যাংকের ম্যানেজার হাসিনা ফেরদৌস শেলী হাসান আহমেদ চৌধুরীর ভাইদের সঙ্গে যোগসাজেশ করে বিপুল পরিমাণ অর্থ অন্যত্র সরিয়ে ফেলায় টাকা দিতে নানা রকম টালবাহানা করেন। পরর্বতীতে হাসান আহমেদের স্ত্রী টাকা ফেরতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এতে বিবাদী করা হয় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও মতিঝিল শাখার ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চ শুনানি শেষে গত ২৫ মার্চ দরখাস্তকারীর পক্ষে আদেশ দেন।
আদেশে বলা হয়, দরখাস্তকারী জান্নাতুল ফেরদৌসের স্বামীর এফডিআর তার উত্তরাধিকারীদের দ্রুত বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং উত্তরাধিকার ছাড়া অন্য কোন অ্যাকাউন্টে টাকা হস্তান্তর না করার জন্য বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ও প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী এবং বোর্ডকে নির্দেশ প্রদান করেন।
আদেশে আরও বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি বাদীর দেওয়া দরখাস্তটি আইন অনুসারে নিষ্পত্তি করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে মামলার বাদী জান্নাতুল ফেরদৌস বলেন, প্রাইম ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক হাসিনা ফেরদৌস শেলী আমার স্বামীর ভাইদের সঙ্গে যোগসাজশ করে বিপুল পরিমাণ অর্থ অন্যত্র সরিয়ে ফেলেছেন। আমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত অর্থ চেয়ে বারবার আবেদন করলেও তিনি নানা রকম টালবাহানা করেন এবং আইনি জটিলতা দেখিয়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান তিনি বলেন- দ্রুত প্রাপ্য টাকা বুঝিয়ে না দিলে আমি আমার সন্তানদের নিয়ে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবো।
তিনি বলেন, প্রাইম ব্যাংকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ নতুন নয়। দেশের ব্যাংকগুলোর বিরুদ্ধে যত অভিযোগ জমা হয় বাংলাদেশ ব্যাংকে, তার মধ্যে শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক।
বিডি প্রতিদিন/আরাফাত