প্রথমবারের মতো একসঙ্গে গান করলেন কণা ও রাফাত। দুজনের গাওয়া প্রথম গানটি থাকছে শাহীন সুমন পরিচালিত 'মন শুধু চায়' ছবিতে। 'মন দিয়েছি, দিয়েছি এই মন/ প্রেমেরই আদরে রেখো সারাটি জীবন'- এমন কথায় গানটি লিখেছেন শাহ আলম, সুর ও সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। কণা বলেন, 'এই সময়ের মেধাবী গায়কদের একজন রাফাত। গায়কীর ধাঁচটা আমাকে আকৃষ্ট করে। দুজনেই গাওয়া এই গানটি শুনতে শ্রোতাদের মন্দ লাগবে না।' রাফাত বলেন, 'ব্যক্তিগতভাবে কণা আপুর গান আমার বেশ পছন্দ। তার সঙ্গে গাইতে পেরে ভালো লাগছে। আশা করি, সবার ভালো লাগবে।' কণার সর্বশেষ একক অ্যালবাম 'সিম্পলি কণা'। আর রাফাতের তৃতীয় ও সর্বশেষ একক অ্যালবাম 'সুফিয়ানা' প্রকাশ পায় গত বছর।