দীর্ঘদিন প্রেমের পরে বিয়ে হয়েছিল সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের। তবে সেই বিয়ে টেকেনি বেশিদিন। গুঞ্জন শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের ঘনিষ্ঠতা বাড়তে থাকায় বিচ্ছেদ হয়েছিল তাঁদের।
স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন কি না এই বিষয়ে কখনও জানার চেষ্টা করেননি সামান্থা? নাগের চলাফেরায় কখনও নজরদারি করেননি তিনি? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে।
‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। কিন্তু বাস্তবে আড়ি পাতা বা কারও উপর নজরদারি, এ সব কিছুই করেননি তিনি। তবে এক পুরনো সাক্ষাৎকারে আক্ষেপ করে সামান্থা জানিয়েছিলেন, একজনের উপরে তার নজরদারি চালানো উচিত ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। প্রশ্ন উঠেছিল, সামান্থা কি নাগা চৈতন্যের কথা বলছেন?
সামান্থা সেই সাক্ষাৎকারে বলেছিলেন, গুপ্তচরের কোনও গুণাগুণ আমার মধ্যে নেই। তবে থাকলে ভাল হতো। একজনের উপরে আমি নজরদারি করতাম। হাসতে হাসতেই এই মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামান্থার এক অনুরাগী লিখেছিলেন, আমি নিশ্চিত। সামান্থা সম্পর্কে প্রতারিত হয়েছেন। তবে সেই কথা তিনি প্রকাশ্যে বলবেন না।
২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। গত বছর শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন দক্ষিণী তারকা। দক্ষিণের আচার মেনেই তাঁরা চারহাত এক করেছিলেন। তবে সামান্থা এখনও একাকী। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজেই।
বিডি প্রতিদিন/নাজমুল