সমালোচকদের সমালোচনাকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন বলিউড তারকা নার্গিস ফখরি। তার হিন্দি বলা নিয়ে লোকের নানারকম মন্তব্য শুনে হিন্দি ক্লাসে ভর্তি হয়ে গেলেন তিনি। এছাড়া শুটিংয়ের ফাঁকে চোখ রাখছেন হিন্দি ম্যাগাজিন, হিন্দি সংবাদপত্রে।
নার্গিসের হাতে এখন তিনটি ছবি। 'রকস্টার', 'মাদ্রাজ ক্যাফে' আর 'তু মেরা হিরো'। প্রথম দুটো ছবিতে নার্গিসের সংলাপে কণ্ঠ দিয়েছেন অন্য কেউ। কিন্তু আত্মবিশ্বাসী নার্গিস নতুন ছবিতে নিজেই হিন্দি সংলাপ বলছেন। এমনকি পরের সব কটি ছবিতেও তাই করবেন বলে ঠিক করেছেন।
নার্গিস জানিয়েছেন, আমার সর্ম্পকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুটো কথা আলোচিত। এক, আমি রণবীর কাপুরের এক্স আর দুই, আমি হিন্দি বলতে জানি না। এই দুটো ব্যাপারেই আমি সকলের ভুল ধরিয়ে দিতে চাই।