বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর। অসংখ্য ভক্ত তার। অটোগ্রাফ দেওয়াটাই তার অভ্যাস বলে জানেন সবাই। কিন্তু অবাক করা দৃশ্য, বার্সেলোনার জার্সিতে মেসির অটোগ্রাফ নিচ্ছেন ভক্ত রণবীর কাপুর।
বিশ্বসেরা ফুটবলার মেসির ডাইহার্ড ফ্যান রণবীর কাপুর। তারকারাও কখনো কখনো তারকাদের ডাইহার্ড ফ্যান বা অন্ধভক্ত হন সেটা আবারও প্রমান করলেন রণবীর কাপুর।