মুক্তি পাওয়ার তিনদিনের মধ্যে প্রায় চব্বিশ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সানির 'রাগিনি এমএমএস টু' ছবিটি। আর এই ব্যবসার পুরো ক্রিডিটটা একাই নিয়ে নিচ্ছেন সানি লিওন। কারণ তিনি নিজেই বলেছেন এই ছবির একটাই ইউএসপি সানি লিওনের যৌনতা।
তবে গল্পোটা এবার অন্যরকম। সানির এমএমএস যখন খবরের শিরোনামে, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। মুম্বইয়ে শখ করে একটা ফ্ল্যাট কিনেছিলেন সানি লিওন। বর ডেভিডকে সঙ্গে নিয়ে মনের মতো করে ঘর সাজিয়েছিলেন তিনি। সুখেই চলছিল সানির সংসার। কিন্তু ঘটল এক অন্য ঘটনা, ঠিক রাগিনি এমএমএস মুক্তির পরই। কাণ্ডটা হল, প্রিমিয়ার শো দেখে বরকে সঙ্গে নিয়ে সানি হাজির হলেন নিজের বাড়িতে। নিজের মতো করে সেলিব্রেট করতে ডেভিড আর সানি শ্যাম্পেন খুললেন। হঠাৎ-ই দুম করে আওয়াজ কানে যেতেই জ্ঞান ফিরল সানি-ডেভিডের। ছুটে গেলেন বেডরুমে। দেখলেন সানির সাধের খাট, হঠাৎ-ই ভেঙে চৌচিড়। সানি-ডেভিড দু’জনেই অবাক। হঠাৎ খাটের হল কি? গতরাতেও তো বেশ শক্তপোক্ত ছিল। সে প্রমাণ তো সানি ও ডেভিড নিজেই!
হতবাক হয়েই সানি ফোন করলেন ইন্টেরিয়রকে। অর্ডার দিলেন নতুন ডিজাইনের খাট৷ শোনা গিয়েছে, সেই আনন্দের রাতে মাটিতে বিছানা করেই রাত কাটিয়েছেন সানি ও তাঁর বর ডেভিড।