জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র 'স্বরূপ সন্ধান'। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস, ভাষার ক্রমবিকাশ ও সংস্কৃতি ধারার পরিবর্তনসহ নানা দিক তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে। এটি নির্মাণ করছেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভী।
২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত দীর্ঘদিনের নির্মাণ কাজ ও সম্পাদনার পর অবশেষে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। চার ঘণ্টা ব্যাপ্তিকালের এই চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ২ এপ্রিল বিকাল ৪টায় উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।