প্রেমিক অ্যাশটন কুচারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর এবার তার সন্তানের মা হতে চলেছেন মিলা কুনিস। দীর্ঘ প্রেমের পর কিছুদিন আগেই আংটি বদল করেছেন ওই হলিউডি জুটি। আর এবার অভিনেত্রী কুনিসের মা হওয়ার বিষয়টিও জানা গেল। গর্ভাবস্থায় যে ইয়োগা করতে হয় সম্প্রতি হলিউডে তেমন একটি ইয়োগা ক্লাসে দেখা গেছে কিউনিসকে। ২২ মার্চ তাদের দুজনকে লস অ্যাঞ্জেলেসে বাস্কেটবল খেলা দেখতে দেখা যায়। ওই ম্যাচে দর্শকদের মধ্যে অন্যতম আকর্ষণ ছিলেন ওই হলিউডি জুটি। এর আগেও কুচার এবং মিলাকে একসঙ্গে খেলা দেখতে দেখা গেছে।