ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র তারকা দেব এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ঘাটাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। সম্প্রতি নির্বাচন নিয়ে কলকাতার একটি দৈনিকে বেফাঁস মন্তব্য করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। সাক্ষাৎকারে নায়ক দেবকে জিজ্ঞাসা করা হয়, নির্বাচনের প্রতিযোগিতাকে তিনি কীভাবে উপভোগ করছেন? জবাবে দেব বলেন, 'ধর্ষিত হওয়ার মতো অনুভূতি হচ্ছে। হয় চিৎকার করো, না হলে উপভোগ করো।' এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে রাজনীতিতে। বিভিন্ন মহল থেকে দেবের প্রতি ধিক্কার জানানো হয়। এরপর গভীর রাতে দেব সামাজিক যোগাযোগ সাইট টুইটারে ক্ষমা চেয়ে নেন।