আজ শুরু হচ্ছে উদীচীর দুই দিনব্যাপী গণসংগীত উৎসব
দেশের সর্বস্তরের মানুষের মাঝে গণসংগীতকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজ শুরু হচ্ছে উদীচীর দুুই দিনব্যাপী 'সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা'। ২৮ ও ২৯ মার্চ দুই দিনই সন্ধ্যায় থাকবে দেশের বিশিষ্ট গণসংগীতশিল্পী ও দলের পরিবেশনা।
শুভেন্দু মাইতির একক সংগীতানুষ্ঠান
কাল শনিবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে সংগীতশিল্পী শুভেন্দু মাইতির একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পী শুদ্ধ সংস্কৃতির ভিন্ন ভিন্ন মাধ্যমের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এই সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে দেশের শুদ্ধ সংগীতের প্রতি সংগীতানুরাগীদের উৎসাহী করে তোলা হবে বলেও মনে করেন শুভেন্দু মাইতির একক সংগীতানুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা।
অলিয়ঁস ফ্রঁসেজে সাহিত্য আড্ডা
অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং দ্য রিডিং সার্কেলের যৌথ আয়োজনে সাহিত্য আড্ডায় সাহিত্যে নোবেল বিজয়ীর উপন্যাস 'দ্য আউটসাইডার'র ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। আড্ডায় উপস্থিত থাকবেন ডা. নিয়াজ জামান, আসফা হুসেইন, শাহ্রুখ রহমান, জ্যাকি কবির, শিরিন ইসলাম, সৈয়দ বদরুল আহসান, রানা হায়দার এবং অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন।
শেষ হচ্ছে শহিদ কবিরের একক প্রদর্শনী
১ এপ্রিল বেঙ্গল শিল্পালয়ে শেষ হচ্ছে সত্তর দশকের শিল্পী শহিদ কবিরের 'তোমার পরে ঠেকাই মাথা' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। ৫৩টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে তিন সপ্তাহের এই প্রদর্শনী। গত ১২ মার্চ সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
কাল ঢাকা থিয়েটারের 'টেম্পেস্ট'
আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের বহুল প্রশংসিত নাটক 'দ্য টেম্পেস্ট'। দীর্ঘ প্রায় ১০ মাস পর এই নাটকটি পুনরায় মঞ্চস্থ হচ্ছে।
চন্দ্রকলার 'তামাশা'
আগামী ২ এপ্রিল সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে চন্দ্রকলা থিয়েটারের নাটক 'তামাশা'। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন এইচ আর অনিক। ভিন্নধর্মী গল্পের এই নাটকটি দর্শকদের আনন্দ দান করবে বলে আশাবাদী চন্দ্রকলার সদস্যরা।
শেষ হচ্ছে হামিদুজ্জামান খানের প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী
৩১ মার্চ উত্তর বাড্ডার প্রগতি সরণির এথেনা গ্যালারিতে শেষ হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক ভাস্কর্য প্রদর্শনী।
৩১ মার্চ প্রাঙ্গণে মোর-এর 'আওরঙ্গজেব'
৩১ মার্চ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণে মোর-এর নাটক 'আওরঙ্গজেব'। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হীরা।