সম্প্রতি ২৭ বছরে পা দিয়েছেন 'কুইন'খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি একটি দৈনিক পত্রিকার কাছে তার ডেটিংয়ের গোপন তথ্য ফাঁস করলেন। কারও সঙ্গে সম্পর্কে জড়াতে চান বলেই জানান কঙ্গনা। তবে তার ডেটিংয়ের সম্ভাব্য প্রার্থী তালিকার শীর্ষে আছেন নিউইয়র্কের এক বন্ধু। কঙ্গনা বলেন, 'আমার নিউইয়র্কে এক বন্ধু আছে যে আমার সঙ্গে যোগাযোগ রাখছে। সে আমার খুবই প্রিয় বন্ধু।' কঙ্গনা জানান, 'খোলাখুলি বলতে গেলে, আমি তার সঙ্গে ডেটিংয়ে খুবই আগ্রহী। সে খুব চমৎকার ও মজার মানুষ। কিন্তু আমি নিশ্চিত নই, সামনে কী ঘটতে চলেছে।' তিনি কারও সঙ্গে সম্পর্কে আগ্রহী হলেও সিনেমার ব্যস্ত জগত থেকেও কিছুটা অবসর চান।
কঙ্গনা বলেন, 'আমি একটি সম্পর্কে জড়াতে চাই। আমি সিনেমা থেকে সরে জীবন উপভোগ করতে চাই। বাস্তবে আমি এক বা দুই বছরে একটি করে সিনেমা করতে চাই।'