নাটকে দুর্দিন চলছে। দর্শক আগের মতো নাটক দেখে না। এই আকালের দিনেও দুর্দান্ত জনপ্রিয় হয়েছে 'সিকান্দার বক্স' সিরিজ। সিকান্দার বক্স চরিত্র নিয়ে একের পর এক জনপ্রিয় সিরিজ নির্মিত হচ্ছে। একই সঙ্গে সিকান্দার চরিত্রটিও জনপ্রিয় হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি বলেন, 'বিটিভির সময়ে নাটকের সুদিন ছিল। অনেক চরিত্র তখন জনপ্রিয়তা পেত। বতমানে এ ঘটনা বিরল। সিকান্দার বক্স চরিত্রের জনপ্রিয়তা আমিও উপভোগ করছি।'
'সিকান্দার বক্স' সিরিজের নতুন গল্প নির্মিত হয়েছে। নাম 'সিকান্দার বক্স এখন পাগলপ্রায়'। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রচার হবে তিন পর্বের এই বিশেষ ধারাবাহিক। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শখ, ফারুক আহমেদ, আখম হাসান, শাহনাজ রিপন, হাবিব প্রমূখ। নাটকটির প্রথম দুইটি পর্ব প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে এবং শেষ পর্ব প্রচার হবে আগামীকাল ৯টা ০৫ মিনিটে।