বলিউডে খারাপ পারফরম্যান্সের জন্য আয়োজিত কেলা অ্যাওয়ার্ডসে এবার ছিল বড় চমক। এবারের গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে পুরস্কার (বলা ভালো তিরস্কার) জিতলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান।
ধুম থ্রিতে খারাপ অভিনয়ের জন্য বাবরা হো গেয়া কেয়া (The Baawra Ho Gaya Hai Ke)-কেলা পুরস্কার পেলেন আমির খান।
এখানেই শেষ নয়, গতবারের মত এবারও সবচেয়ে খারাপ অভিনেত্রীর কেলা পুরস্কার পেয়েছেন সোনাক্ষী সিনহা (আর রাজকুমার সিনেমার জন্য)। 'হিম্মাতওয়ালা' ছবিতে অভিনয় করে সবচেয়ে খারাপ অভিনেতার কেলা পুরস্কার পেয়েন অজয় দেবগন। গতবারও সন অফ সর্দারের জন্য এই পুরস্কার পেয়েছিলেন অজয়।
বাদ যাননি দীপিকা পাড়ুকোনও। সহ-অভিনেত্রী হিসাবে হতাশ করায় কেলা পেলেন আমিশা প্যাটেল, জ্যাকলিন ফার্নান্ডেজ, দীপিকা পাড়ুকোন (রেস টু)।
'রামলীলা' ছবিটি বক্স অফিসে দুরন্ত ফল করলেও এই ছবিটির জন্যই কেলা অ্যাওয়ার্ডসে সবচেয়ে খারাপ পরিচালকের শিরোপা পেলেন সঞ্জয় লীলা বানশালী।
এছাড়া, বছরের সবচেয়ে খারাপ গানের জন্য কেলা অ্যাওয়ার্ডস দেওয়া হলো পার্টি অল নাইট গানটিকে (বস সিনেমায় ব্যবহৃত)।
আর নেওয়া যায় না (দিস ইজ টু মাচ)-বিভাগের কেলা পুরস্কার পেলেন বিবেক ওবেরয়। অনেক হয়েছে (বস বহত হো গ্যায়া)-কেলা পেলেন সানি দেওল।
২০১৪-র সারা বছর ধরে সবাইকে হতাশ করলেন যারা, তাদেরই পুরস্কৃত করা হয় গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে। তবে কেলা অ্যাওয়ার্ডের ঠিক উল্টো প্রশংসার অ্যান্টি কেলা জিতল 'সাহেব বিবি গ্যাংস্টার', 'গো গোয়া গন', 'লাঞ্চবক্স'।
স্বাভাবিকভাবেই তিরস্কারের পুরস্কার অনুষ্ঠানে হাজির ছিলেন না কোনও বলিউড তারকাই। ব্যতিক্রম একমাত্র পরিচালক অভিষেক শর্মা, 'তেরে বিন লাদেন' সিনেমার পরিচালক।