সিনে পর্দায় সাহসী মনীষাকে দেখা গিয়েছিল বহুবার। বাস্তব জীবনেও তিনি একজন সাহসী নারী। এর প্রমাণ দিলেন তিনি নিজেই। আত্মবিশ্বাস আর মনের জোর দিয়ে মনীষা ফিরে পেয়েছেন এক নতুন জীবন। দুরারোগ্য ব্যধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আপাতত বিজয়ী বলিউডের এই অভিনেত্রী।
তবে শুধু বিজয়ীই নয়, ফের বলিউডে ফেরার স্বপ্নও দেখছেন মনীষা। সেইভাবে নিজেকে তৈরিও করছেন তিনি। সম্প্রতি মনীষা জানিয়েছেন, 'আমি একেবারেই সুস্থ। আবার অভিনয়ে ফিরতে চাই। তবে ছোটখাটো কোনও চরিত্রে নয়। ভালো পরিচালকের ভালো ছবিতে বড়সড় চরিত্রেই ফিরতে চাই।'
সিনেপর্দা থেকে বহুদিন দূরে থাকলেও বলিউড সর্ম্পকে বেশ ওয়াকিবহল মনীষা। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় দেখে আপ্লুতও। সম্প্রতি দেখেছেন আলিয়া ভাট অভিনীত 'হাইওয়ে' ও কঙ্গনার 'কুইন'।
মনীষা জানিয়েছেন, 'নতুন প্রজন্মের অভিনেত্রীরা অসাধারণ। আমাদের সময়ের থেকে এখন অনেক বেশি প্রতিযোগিতা। এই সময়ে দাঁড়িয়ে ভালো কাজ করাটাই সবচেয়ে বড় কাজ।'
জানা গেছে, বেশ কিছু পরিচালক ইতিমধ্যেই মনীষাকে সিনেপর্দায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু চিত্রনাট্য ভালো না লাগায় সোজাসাপটা তাদের না করেছেন মনীষা। এমনকি জনপ্রিয় এক পরিচালক মনীষা বায়োপিক করতে চাইলে তিনি নাকি বলেছেন, 'আমার গল্প সিনেমা তৈরির মতো নয়। আমার মতো জীবন সংগ্রাম অনেকেই করছে। ক্যান্সার রোগকে কেরিয়ারে ব্যবহার করতে চাই না।'