প্রেমরোগ
চলচ্চিত্রকার হাফিজউদ্দীন পরিচালিত ধারাবাহিক নাটক প্রেমরোগ। সহপরিচালক রবিউল ইসলাম রবি। নাটকটি আজ রাত ৮টায় মোহনা টিভিতে প্রচার হবে। ফজলুল করিমের লেখা নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, কাজী হায়াৎ, ফারুক আহমেদ, তুষার খান, নিজনা, রেহেনা জলি, মঈন, নাদের খান, প্রাণ রায়, বিনয় ভদ্র, আহসান হাবিব নাসির, পীরজাদা শহীদুল্লা, হারুন, সাধন চন্দ্র দাস, পলাশ, শাহীন প্রমুখ। নাটকের সূচনা সংগীত হাসান মতিউরের, চিত্রগ্রহণ এসডি বাবুল ও হারুন। সম্পদনা মনির হোসেন মন্নু এবং আবহ সংগীত আকতারুল হক।
ইচ্ছেঘুড়ি
এনটিভিতে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক 'ইচ্ছেঘুড়ি'। নাটকটি প্রতি সপ্তাহের শনি ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপর্ণা, মিশু সাবি্বর, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটওয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা, মুনিরা মিঠু, শাহরিয়ার হুদা রুমী, পার্থ বড়ুয়া, মোনালিসা, তানিয়া হোসেন, শামীম, অতিথি শিল্পী তাহসান এবং অন্যান্য শিল্পী। মিশু এমবিএ শেষ করার পর একটি ম্যারেজ মিডিয়ার কর্ণধার। ফেসবুকে রয়েছে তার ভার্চুয়াল অফিস। শ্যামল একজন মেকারট্রনিক্স ইঞ্জিনিয়ার। তার স্বপ্ন রোবট নিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচনা করা। এভাবেই এগিয়েছে গল্প।
নীড় খোঁজে গাংচিল
এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে মোহন খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'নীড় খোঁজে গাংচিল'। অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, মীর সাবি্বর, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদুজ্জামান সেলিম ও অন্যান্য। বিশালদেহী ভদ্রলোক চৌধুরী সাহেব। প্রতিদিন নিয়ম করে সমুদ্র সৈকতে দুই বেলা জগিং করেন। তাকে নিয়েই গল্প।
চন্দ্রাবতী
আজ রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে ধারাবাহিক নাটক 'চন্দ্রাবতী'। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন- জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান ইমাম, সুর্বণা মোস্তফা, বন্যা মির্জা, তিশা, আফরান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম, শাহেদ শরীফ খান, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, রাজিব সালেহীন, হিমে হাফিজ, টুটুল চৌধুরী, হেলাল, ইকবাল হোসেন, মোস্তাকিন ইমন, মনিরাজ, ইভা প্রমুখ। গল্পে দেখা যাবে- পীর বাবা ফজলু গ্রামের আলোচিত একজন ব্যক্তি। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে আসে সমস্যা সমাধানের জন্য। পীর বাবার একমাত্র মেয়ে চন্দ্রাবতী সে খুবই চালাক এবং বুদ্ধিমতী মেয়ে। পীর বাবার প্রধান খাদেম রিংকু, দ্বিতীয় খাদেম সুশীল। রিংকু একটু চালাক প্রকৃতির এবং চলাচল সন্দেহজনক।