হিন্দি ছবির কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্র সোমবার ৭২ বছর বয়সে পা দেবেন। আর এ জন্মদিনটা তাঁর কাছে হতে চলেছে একটু স্পেশাল। কারণ ভারতীয় চলচ্চিত্রের সর্বসেরা সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন জিতেন্দ্র।
ভারত সরকার থেকে এ খবর পাওয়া পর আনন্দে মাতোয়ারা জিতেন্দ্রসহ বউ শোভা কাপুর, ছেলে তুষার কাপুর ও মেয়ে প্রযোজক একতা কাপুর। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সময় গোটা পরিবারই সঙ্গে থাকবেন জিতেন্দ্রর।
জিতেন্দ্র বলেন, 'অভিনয় ছাড়া কোনও দিনই অন্য কিছু ভাবতে শিখিনি। ভারতীয় সরকারকে ধন্যবাদ আমাকে এই সম্মান দেওয়ার জন্য।'