নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার রাতে আইসিইউ থেকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে তাকে। নিউমোনিয়া এবং ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসক জুবায়ের আহমদের উদ্ধৃতি দিয়ে নায়করাজপুত্র অভিনেতা সম্রাট জানান, ফুসফুসের সংক্রমণের প্রায় ৪০ ভাগ উন্নতি হয়েছে। এখন অক্সিজেন দিয়ে রাখা হলেও তিনি শঙ্কামুক্ত। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে।
গতকাল বাংলাদেশ প্রতিদিনকে অসুস্থ নায়করাজ বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয় ও নির্মাণে ব্যস্ত হতে পারি।