জিরো ফিগারের অভিনেত্রীদের সঙ্গে তাল মেলানোর জন্য নিজের শরীরকেও আকর্ষণীয় করে তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে সোনাক্ষি সিনহাকে। সম্প্রতি ওমেনস হেলথ ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণের প্রচ্ছদে সোনাক্ষিকে দেখা গেছে নতুন আকর্ষণীয় এক রূপে। সোনাক্ষি বলেন, 'আমার মতো একজনের জন্য কাজটি মোটেও সহজ ছিল না। জিমে যেতে আমি খুবই অপছন্দ করি। সব সময়ই ব্যায়াম থেকে পালিয়ে বেড়িয়েছি। তবে একবার যখন আমি সিদ্ধান্ত নিয়েছি করব, তা করতেই হবে। কষ্ট হলেও জিম চালিয়ে যাচ্ছি।' বাস্তব জীবনে খুবই অলস প্রকৃতির। অভিনয়ে আসার আগে তিনি অনেক মুটিয়ে গিয়েছিলেন। কিন্তু অভিনয়ে এসে ওজন ঝড়িয়েছেন।