'নো এন্ট্রি' ছবির সিকুয়েল 'নো এন্ট্রি মে এন্ট্রি'-তে তিনটি চরিত্রে অভিনয় করবেন সালমান খান।
প্রযোজক বনি কাপুর বলেন, 'আমি ভেবেছিলাম জুন-জুলাই মাসে শুটিং শুরু করব। তবে সালমান 'কিক' ছবির কাজে ব্যস্ত থাকায় তা হচ্ছে না। আর তাই আমি ২০১৫ সালের জানুয়ারিতে শুরু করব কাজ। ছবিটির জন্য সালমান মোট ১৩৫ দিন সময় দেবেন।'
বনি কাপুর জানান, এবারের ছবিতেও অভিনয় করছেন 'নো এন্ট্রি'র অভিনেত্রীরা। থাকছেন বিপাশা বসু, লারা দত্ত, সেলিনা জেটলি। তবে আরও সাতজন অভিনেত্রী প্রয়োজন। আর তাদের মধ্যে একটি চরিত্রে এশা দেওলকে নিতে চাইছেন বনি কাপুর। 'নো এন্ট্রি'র মতো এবারও পরিচালনার দায়িত্বে থাকছেন আনিস বাজমি।