অ্যাওয়ার্ডলাভ অগ্রাধিকার তালিকায় নেই বলে জানিয়েছেন বর্তমানে বলিউডের জনপ্রিয় তারকাদের একজন কঙ্গনা রানাওয়াত। এর জন্য প্রচুর মূল্য দিতে হয় বলেও জানান তিনি।
'কুইন' নামে কঙ্গনার একটি মুভি সম্প্রতি মুক্তি পেয়েছে। এ মুভিতে পারফরমেন্সের সুবাদে তার কপালে জুটছে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড। এর পরিপ্রেক্ষিতেই গতকাল মুুম্বাইয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
কঙ্গনা বলেন, 'বর্তমানে বেশ কয়েকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে, প্রায় ১৫-১৬টির মতো। প্রতিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য ৫-৬ ঘণ্টা বসে থাকতে হয়। এছাড়া চুল গোছানো ও সাজসজ্জার জন্য আরো প্রায় ২ ঘণ্টা সময় দিতে হয়। অ্যাওয়ার্ডস ব্যয়বহুল হয়ে উঠেছে।'