ভ্রমর কইও গিয়া.... এই গানটির সঙ্গে কম-বেশি আমরা সবাই পরিচিত। গানটির গীতিকার ও সুরকার ছিলেন রাধারমণ দত্ত এবং গানটিতে প্রথম কণ্ঠ দিয়েছিলেন দিলরুবা খান।
সম্প্রতি তাজিকিস্তানের নাজিয়া কারামাতুল্লাহর গাওয়া একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নজিয়া তাজিকিস্তানের নিজস্ব ভাষায় গানটি গেয়েছেন। কিন্তু সুর পুরোপুরি সেই রাধারমণের।
গানের প্রথম চার থেকে পাঁচ কলি শুনলে কেউ বুঝতে পারবে না যে, এটি তাজিক ভাষার। মনে হবে বাংলা ভাষায় সেই গানটি গাইছেন দিলরুবা। গানটি ফেসবুকে ব্যাপক হারে শেয়ার হচ্ছে। লাইকও পাচ্ছে বেশ।
এমনকি কমেন্ট বক্সে কেউ কেউ বলছেন, বাংলা সাহিত্যের জনপ্রিয়তা কতদূর ছড়িয়েছে তা এখন বোঝা যাচ্ছে। আবার কেউ বলছেন, রাধারমনের এ ধরনের গানকে আরও বেশি করে প্রচার করতে হবে। ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে।
গানটি শুনতে ক্লিক করুন এই লিঙ্কে: http://www.youtube.com/watch?v=O7RdLwIpz2U