হঠাৎ নজরুল সংগীতের অ্যালবাম করছেন...
ভালো কাজ হঠাৎ করেই হয়। নজরুল সংগীত আমার খুব প্রিয়। এর মধ্যে কিছু গান আবার বেশি প্রিয়। সেই বেশি প্রিয় গানগুলোর মধ্য থেকে বাছাই করে আটটি গান গাইছি।
কোন অবস্থায় আছে অ্যালবামের কাজ?
চারটি গানের রেকর্ডিং হয়ে গেছে। বাকি গানগুলোর কাজ দ্রুতগতিতেই এগোচ্ছে। গানগুলো করছেন পার্থ মজুমদার। দ্রুত অ্যালবামটি প্রকাশ করতে চাই। তাই ফেসবুকে বন্ধুদের কাছে অ্যালবামের নাম চাইছি। কারণ গানের শিরোনাম ধরে অ্যালবামের নাম দিতে চাই না। অ্যাবস্ট্রাক্ট নাম চাই।
এর আগে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছিলেন। এখন করছেন নজরুল সংগীতের অ্যালবাম। কিন্তু আপনি তো মূলত আধুনিক গানের শিল্পী।
শিল্পী তো শিল্পীই। আমি প্রাণের টানে গান করি। যে গান ভালো লাগে সে গানই করি। আর শিল্পী হিসেবে আমি নির্দিষ্ট কোনো গানে ট্যাগ হতে চাই না। সব ধরনের গান করতে চাই। তাই করছি।
কিছুদিন আগে প্রকাশ হলো আপনার আধুনিক গানের অ্যালবাম 'ইচ্ছে হয়'। আবার অ্যালবাম?
আমি শিল্পী। কাজ গান গেয়ে যাওয়া। গাইছি। 'ইচ্ছে হয়' অ্যালবামের গানগুলো কিন্তু শ্রোতারা শুনেছে। আমি ফিডব্যাক পেয়েছি। অনুপ্রাণিত হয়েছি। তাই নতুন অ্যালবাম করছি। আর অ্যালবাম একটি নয়, একসঙ্গে চারটি অ্যালবাম করছি। নজরুল সংগীতের পাশাপাশি 'আমি পাল্টে যাইনি' শিরোনামের একটা অ্যালবাম করছি। এ ছাড়া শান এবং নির্ঝরের সঙ্গে দুটি অ্যালবাম করছি।
গানে নাকি খরা চলছে। খরার মধ্যে এত অ্যালবাম?
খরা কিসে চলছে না! সবকিছুতেই খরা চলছে। সবচেয়ে বড় খরা, মানুষ নিজেকে নিজে বিশ্বাস করে না। আর সংগীত? সংগীতে খরা কখনো আসবে না। সংগীত হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টি তো খরা দূর করে।
আপনি ঠিক বলেছেন। সংগীত বৃষ্টি। কিন্তু এই বৃষ্টি ব্যবসায়ীরা তো বলছে, সংগীতে খরা চলছে...
হা হা হা... ব্যবসায়ীদের কাজই হচ্ছে কীভাবে বেশি অর্থ আয় করা যায় তা নিয়ে লেগে থাকা। এ জন্য তারা অসাধুও হয়। মানুষ এখনো সিডি কেনে।
তাহলে পাইরেসিকে আপনি অস্বীকার করছেন?
না। পাইরেসি আছে। কিন্তু মানুষের সিডি কেনা সেভাবে বন্ধ হয়নি। মানুষ প্রিয় শিল্পীর গান সংগ্রহে রাখার জন্যও সিডি কেনে। অনেকটা বইয়ের মতো।
এখন জনপ্রিয়তার প্রতিযোগিতা চলছে...
ভুলটা এখানেই। জনপ্রিয়তা লাগে। কিন্তু বেশি লাগে হৃদয়প্রিয়তা। আমি জীবনে সম্পদ হতে চেয়েছি, সম্পত্তি নই। তাই সবসময় আমি হৃদয়প্রিয় হতে চেয়েছি। আমার গান দশজনেরও ভালো লাগতে পারে। কিন্তু সেই দশজনকে সার্ভ করা আমার কাজ। আর আমি নিজের একটা স্টাইল দাঁড় করাতে চেয়েছি। আমি হেরে যেতে চাইনি। হেরে যাব না।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। কিন্তু প্লেব্যাকে নিয়মিত নেই কেন?
আমি প্লেব্যাক করতে চাই। কিন্তু আমাকে কেন জানি ডাকা হয় না। আমার বাবা যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, তারপর তাকে আর প্লেব্যাকে ডাকা হয়নি। পলিটিক্স হয়েছে।
- শোবিজ প্রতিবেদক