জনপ্রিয় মডেল হতে চান হাসিন। একটা সময় তা তিনি হয়েও যান। তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা দেশে। কিন্তু একটা সময় হঠাৎ খুন হয় হাসিন। পাল্টে যায় সব পরিস্থিতি। কে করেছে এই খুন। রবিন জামান খানের রচনায় এবং কাজী আসাদের পরিচালনায় 'সুইসাইড' শিরোনামের একটি নাটকে একজন খুনি চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেতা অন্তু করিম। আসন্ন ঈদ উপলক্ষে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানা যায়। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, হাসিন, এ কে আজাদ সেতু প্রমুখ। এ প্রসঙ্গে অন্তু করিম বলেন, আমি অনেক দিন পর পছন্দের একটি চরিত্রে অভিনয় করলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটি চরিত্রে অভিনয় করব। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আশা করছি টেলিফিল্মটি ভালো লাগবে। তিনি আরও বলেন, ঈদকে সমনে রেখে আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করবেন তিনি।
এদিকে অন্তু করিম একটি মুঠোফোন কোম্পানির মডেল হয়েছে। এরই মাঝে বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন হয়েছে। শীঘ্রই প্রচারে আসবে।