ভারতীয় মুভি ' সিংহাম'র নাম ভূমিকায় অভিনয় করা সিংহামকে ধন্যবাদ জানিয়েছে দেশটির আসল পুলিশ। সৎ পুলিশ কর্মকর্তা
' বাজিরাও সিংহাম'র জীবন নিয়ে মুভিটি নির্মিত হয়। মুভিটি দেশটির পুলিশবাহিনী সম্পর্কে জনগণের ধারণা পরিবর্তনে স্পটত বড় ভূমিকা রেখেছে। ইতিবাচক এ পরিবর্তনের প্রতি মনোযোগ দেওয়ার লক্ষ্যে ' সিংহাম'র নির্মাতা রুহিত শেঠি ২ মিনিটের একটি ভিডিও নির্মাণ করেছেন। এতে পুলিশের ভাবমূতির ইতিবাচক বিনির্মাণে সিংহামের ভূমিকার প্রশংসা করা হয়েছে।
ভিডিওতে সন্দ্বীপ এল শিন্দে নামে এক উপ পুলিশ পরিদর্শক বলেন, ' সিংহাম' মুভিটিতে যা দেখানো হয়েছে এর ফলে পুলিশ সম্পর্কে জনগণের ভাবনায় পরিবর্তন এসেছে। তার পাঁচ বছরের মেয়ে সবাইকে নাকি গর্ব করে বলে বেড়ায় যে আমার বাবা একজন সিংহাম-একথাও বলেন এ পুলিশ কর্মকর্তা।
এস বি শেলার নামে এক পুলিশ কনস্টেবল ভিডিওতে বলেন, জনগণ এখন পুলিশবাহিনীর অবদানের স্বীকৃতি দেয়।
নিষ্ঠার সঙ্গে দেশকে সেবাদানকারী সব পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে নির্মাতা জানান।
একশনধর্মী মুভি ' সিংহাম' ২০১১ সালে মুক্তি পায়। মুক্তির পর মুভিটি জনগণের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং বক্স অফিসে বেশ সফল হয়। এ সাফল্যে উৎসাহিত হয়ে নির্মার্তা রুহিত শেঠি ' সিংহাম'র সিকু্যয়াল বানাচ্ছেন। ' সিংহাম রিটার্নস' নামে এ সিকু্যয়ালে ' বাজিরাও সিংহাম'র চরিত্রে ফের অজয় দেবগনকে দেখা যাবে। তার বিপরীতে থাকছেন কারিনা কাপুর। আগামী ১৫ আগস্ট মুভিটি মুক্তির কথা রয়েছে।