উত্তর-পশ্চিম মুম্বাইয়ের লোকসভা নির্বাচনের প্রার্থী রাখী জানিয়েছেন তিনি নাকি সালমান খানের বাড়িতে মুম্বাইয়ের বস্তিবাসীদের নিয়ে রাখবেন। আসলে রাখী এক প্রকার সালমানের উপর রাগ হয়েই এমন কথা বলেছেন। তার একটা বড় কারণও আছে বটে। ওই একই কেন্দ্রে রাখীর প্রতিদ্বন্দ্বী হলেন কংগ্রেস প্রার্থী গুরুদাস কামত। আর সালমান এই গুরুদাস কামতকেই সমর্থন করছেন। এমনকি কংগ্রেসের ব্যানারেও দেখা গিয়েছে সালমানের ছবি।
রাখী নিজে রাষ্ট্রীয় আম আদমী পার্টি তৈরি করে কাঁচালঙ্কার প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছেন জেনেও সালমান তাঁকে সমর্থন করেননি এটাই রাখীর রাগের বড় কারণ। তাই রাখী তার ট্যুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, 'আমি বিভিন্ন বস্তিতে প্রচারের জন্য গেছি এবং সেখানকার মানুষদের খুবই বেহাল দশা। এই কথা সালমান খানের জানা উচিত।'
তিনি কামতের বিরুদ্ধেও তোপ দেগে বলেন, 'কামত ওই এলাকায় গত পাঁচ বছর ধরে কাজ করেছেন, ওনার আবার স্টার পাওয়ারের কি দরকার?' এখানেই শেষ নয়, এরপরই অপর এক ট্যুইটে রাখী বলেন, উনি নাকি বস্তিবাসীদের নিয়ে সালমানের বাড়ির বাইরে জড়ো হচ্ছেন, সালমানকে বাড়ি খালি করে দিতে হবে।
রাখীতো নিজের ভঙ্গিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, তবে এখন এটাই দেখার সালমান কিভাবে এর জবাব দেন।