একই ছাদের নিচে গুণে গুণে সাত বছর পাড়ি দিলেন ঐশ্বরিয়া-অভিষেক। বলিউডের আলোচিত এই তারকা দম্পতি ২০০৭ সালের ২১ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা-গুজবের কমতি ছিল না।
একে তো ঐশ্বরিয়া স্বামী অভিষেকের চাইতে ২ বছরের বড়, অন্যদিকে সেসময় ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গল্প। আবার অভিষেক বচ্চনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমিকা কারিশমা কাপুরের বাগদান ভেঙে যাওয়া ইত্যাদি সব মিলিয়ে গোটা বলিউড পাড়া তখন সরগরম।
অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটতে বছরও ঘুরবে না। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে তারা দিব্যি কাটিয়ে দিলেন সাত সাতটা বছর। ইতোমধ্যে তাদের কোলজুড়ে এসেছে সন্তান।