বিচ্ছেদের বয়স ১০ বছর পেরিয়ে গেছে। কিন্তু পুরনো প্রেমিককে এক মূহুর্তের জন্য ভুলতে পারেননি অ্যাঞ্জেলিনা জোলি। তার সঙ্গে সম্পর্কটাও বজায় রেখেছেন মার্কিন এ অভিনেত্রী।
সম্প্রতি জোলির সাবেক প্রেমিক ও স্বামী অভিনেতা বিলি বব থরটন এ কথা প্রকাশ কনের। তিনি জানান, সাবেক স্ত্রী জোলির সঙ্গে তার কোনো ধরনের দা-কুমড়া সম্পর্ক নেই। বরং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়। একে অপরের সঙ্গে নিয়মিত কুশল বিনিময় করেন তারা।
৫৮ বছর বয়সী থরটন বলেন, ‘জোলি খুব ভাল মনের একজন মানুষ। আমার সুস্থতা নিয়ে সে সবসময়ই খোঁজখবর রাখে।’
সূত্র অনুযায়ী, ২০০০ সালে প্রেম করেই বিয়ে করেন জোলি ও থরটন। কিন্তু তিনবছর বাদেই ২০০৩ সালে বিচ্ছেদ ঘটে এ তারকা জুটির। এ সময় থরটন নিজেকে জোলির জন্য উপযুক্ত মনে না করায় মূলত বিচ্ছেদ ঘটেছিল তাদের। তবে, থরটনের সঙ্গে বিচ্ছেদের পর নিজের বাম কাঁধে বড় করে আঁকা থরটনের নামের ট্যাটুটি লেজার চিকিৎসায় মুছে ফেলেন জোলি।
বর্তমানে ৩৮ বছর বয়সী জোলি হলিউড অভিনেতা ব্রাড পিটের সঙ্গে বসবাস করছেন। ছয়টি সন্তানও রয়েছে এ প্রেমিকজুটির। সূত্র: মিডডে।