অভিনেত্রী কারিনা কাপুর প্রশংসাতেই শুধু ভেসেছেন। এবার তিনি নিন্দার স্রোতে পড়েছেন। তামিল সুপারস্টার সুরিয়াকে পাত্তা না দেওয়ায় বেশ তোপের মুখে পড়েছেন তিনি। তীব্র নিন্দা হচ্ছে কারিনাকে নিয়ে। আর এ নিন্দা ছড়াচ্ছেন সুরিয়াভক্তরা।
সুরিয়া বর্তমানে তামিলের অন্যতম সেরা জনপ্রিয় অভিনেতা। এখন পর্যন্ত ২৯টি তামিল ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ৩৮ বছর বয়সী এ অভিনেতা। অথচ সেই সুরিয়াকেই তাচ্ছিল্য করলেন কারিনা।
চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সুরিয়া অভিনীত তামিল ছবি 'আনজান'। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা মনোজ বাজপাই, মডেল ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, মডেল ও বলিউডের অভিনেতা বিদ্যুৎ জামাল প্রমুখ। গুঞ্জন উঠেছিল, 'আনজান' ছবির একটি আইটেম গানে নাচতে দেখা যাবে 'হিরোইন' তারকা কারিনাকে। সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেন কারিনা। তিনি তামিল কোনো ছবির আইটেম গানে অংশ নিচ্ছেন না বলেই জানান। ঘটনার এখানেই শেষ নয়। 'আনজান' ছবির নায়ক সুরিয়াকে চেনেন না বলেও জানান কারিনা। তিনি প্রশ্ন করেন, 'সুরিয়া কে?' বিষয়টি জানাজানি হওয়ার পর কারিনাকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। অন্যদিকে ভীষণভাবে মর্মাহত হন সুরিয়াভক্তরা। তাদের অনেকেই মন্তব্য করেন সুরিয়াকে তারা বেশি ভক্তি করেন। প্রিয় অভিনেতাকে নিয়ে কোনো অবস্থাতেই কারিনা এমন তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করতে পারেন না।
নিজের ভুল বুঝতে পেরে অবশ্য বিষয়টিকে হালকা করার চেষ্টা করেছেন কারিনা। তিনি বলেছেন, হিন্দি ছবিতে সুরিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে পারলে তার ভালো লাগবে। কিন্তু তারপরও সুরিয়াভক্তদের মন গলাতে পারেননি পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাকে সুরিয়ার সঙ্গে বড়পর্দায় দেখতে চান না বলেই সাফ জানিয়ে দিয়েছেন সুরিয়াভক্তরা।