একসময় পুঁথি ছিল বাংলার সাংস্কৃতিক জীবনের জনপ্রিয় একটি শিল্প মাধ্যম। পুঁথির মাধ্যমে বিভিন্ন ঘটনা ও কাহিনী রচিত হতো। পুঁথি শিল্পীরা সুরে সুরে পুঁথিপাঠ করতেন আর শ্রোতারা মুগ্ধ হয়ে তা শুনতেন। পুঁথির মাধ্যমে বিনোদন পেতেন গ্রাম-বাংলার হাজারো মানুষ। পরিবর্ধিত আধুনিক বিনোদন মাধ্যমের ভিড়ে সেই ঐতিহ্য বর্তমানে বিলুপ্তপ্রায়। পুঁথির হারিয়ে যাওয়া কালে পুঁথি শিল্পী কাব্য কামরুল এই বৈশাখে নিয়ে এলেন অডিও অ্যালবাম 'বৈশাখের পুঁথি'। সম্পূর্ণ দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে পুঁথির সুরভঙ্গিতে যুক্ত হয়েছে ভিন্নরকম মাত্রা।
অ্যালবামে রয়েছে নানা বিষয়ে পাঁচটি পুঁথি। সেগুলো হলো বৈশাখের পুঁথি, লুঙ্গি, হালের ঢাকা, আতি ভাইয়ের কথা ও স্বপ্ন। পুঁথিপাঠের দল পুঁথিয়ালের প্রয়োজনায় প্রকাশিত অ্যালবামটি ক্রয় করা যাবে অনলাইনে রকমারির www.rokomari.com মাধ্যমে কিংবা ঘরে বসেই কেনা যাবে ১৬২৯৭ নম্বরে ফোন করে।