নতুন নতুন চরিত্রে ভিন্ন ভিন্ন গেটআপে অভিনয় করতে টুটুল চৌধুরীর আগ্রহের অন্ত নেই। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের নাটক 'নক্ষত্রের গান'-এ টুটুল চৌধুরী রূপ ধারণ করেছেন এক ঠিকাদারের। সুন্দরী বউ সামিহার (লাঙ্ তারকা) সঙ্গে তার মধুর সম্পর্ক। কিন্তু বউয়ের অতিরিক্ত হাসি তার একদম অপছন্দ। সততার জন্য নতুন চেয়ারম্যান জাহিদ হাসানের বিপুল জনপ্রিয়তা। এমনটি হয়েছে ঠিকাদার টুটুল চৌধুরীর। সৎ চেয়ারম্যান জাহিদ হাসানের বিরুদ্ধে টুটুল চৌধুরী এক গভীর ষড়যন্ত্র পাকায় এবং তার বিরুদ্ধে বদনাম রটায়। গ্রামের সাধারণ মানুষ তা বিশ্বাস করে না। এমনকি তার বউও না। এ রকম দ্বন্দ্ব দিয়েই গল্প শুরু হয়। এটিএন-এর জন্য নাটকটির রচনা ও পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় নাট্যকার ও পরিচালক অঞ্জন আইচ। নাটকে আরও অভিনয় করেছেন, বাঁধন, ফারুক আহমেদ, এস এম মহসিন, মনিরাজ ও শিমুল।