দুই বছর আগে বলিউডের হট মুভি 'হেট স্টোরি'র সুবাদে পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম চট করে চলে এসেছিলেন রটনা, গুঞ্জন ও আলোচনার কেন্দ্রভূমিতে। মুভিটির প্রযোজক বিক্রম ভাটের সঙ্গেও তার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়েছিল।
'হেট স্টোরি'র পোস্টার প্রকাশের দিন থেকেই এটি ছিল বিতর্কের কেন্দ্রে। তাই এর সিকুয়াল যে তৈরি হবে তাতে আশ্চর্যের কিছুই নেই। হয়েছেও তাই। আগামী ১৮ জুলাই 'হেট স্টোরি টু' মুক্তি পেতে যাচ্ছে।
তবে এবার পাওলি নেই। 'হেট স্টোরি টু'র মূল নায়িকা হচ্ছেন সুরভিন চাওলা। ভারতের টিভি ধারাবাহিক নাটকের জনপ্রিয় মুখ সুরভিনের এটাই প্রথম ছবি। 'হেট স্টোরি টু'র ট্রেলার দেখে মনে হচ্ছে, তিনি পাওলিকেও ছাড়িয়ে যাবেন স্বল্পবসনা ও চুম্বনের ক্ষেত্রে।
ধারণা করা হচ্ছে, মুভিটিজুড়ে থাকছে যৌনতার অবাধ আলিঙ্গন। তার সহশিল্পী ছোট পর্দার হার্টথ্রব জয় ভানুশালী। এক তরুণ চিত্রগ্রাহকের ভূমিকায় দেখা যাবে জয়কে যে সুরভিনকে ব্যবহার করে এক ডাকসাইটে হিন্দু ডানপন্থী নেতার বিরুদ্ধে। বিক্রম ভাটের প্রযোজনায় এ ছবি পরিচালনা করেছেন বিশাল পান্ডিয়া।