জনপ্রিয় তারকাদের নিয়ে প্রচার শুরু হচ্ছে এক ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ধারাবাহিক নাটক 'হল্লাবাজি'। আগামী ২২ জুন থেকে এটি প্রচার শুরু হবে বাংলাভিশনে। এ উপলক্ষে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ, 'হল্লাবাজি' নাটকের পরিচালক গোলাম সোহরাব দোদুল, নাট্যকার মাসুম রেজা, নাটকের অভিনয়শিল্পী রিচি সোলায়মান, প্রভা, শ্যামল মাওলা, মিশু সাব্বীর প্রমুখ। নাটকটিতে আরও অভিনয় করেছেন অপর্ণা, শশী, নাজনীন হাসান চুমকি, রাইসুল ইসলাম আসাদ, মীর সাবি্বর, শাহেদ আলী সুজন, অশোক ব্যাপারী, মীরাক্কেলের সজল প্রমুখ। এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, 'আমরা এতদিন একটু রম্য ধাঁচে চ্যানেলটাকে গড়তে চেয়েছিলাম। এখন পারিবারিক গল্পের প্রাধান্য দেব। পরিবারের বন্ধনগুলো আরও দৃঢ় করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। আশা করি, এই কাজটি ভালো লাগবে।' নাট্যকার মাসুম রেজা বলেন, 'এই ধারাবাহিক নাটকটি একটি গ্রামের কয়েকটি ফ্যামিলিকে নিয়ে আবর্তিত। দর্শক বিনোদন পাবে।'