প্রথমবারের মতো কলকাতার কোনো গায়িকার সঙ্গে দ্বৈত অ্যালবাম করলেন বাংলাদেশের লোক ও বাউল গানের শ্রোতাপ্রিয় শিল্পী রিংকু। কলকাতায় বেশ জনপ্রিয় এই গায়িকার নাম সহজ মা। সম্প্রতি কলকাতায় গিয়ে অ্যালবামটির কাজ সম্পন্ন করে এসেছেন এই রিংকু।
রিংকু জানান, 'অ্যালবামটিতে মোট গান থাকছে ৮টি। এরমধ্যে দুটি গান দুজনের দ্বৈত এবং তিনটি করে একক। রিংকু ও সহজ মা দ্বৈত কণ্ঠ দিয়েছেন লালনের দুটি গানে। গানগুলোর শিরোনাম 'মদিনায় রাসুল নামে' এবং 'দিল দরিয়ার মাঝি'। এছাড়া রিংকুর একক গানগুলোর শিরোনাম 'আল্লা বল মন পাখি' (লালন), 'বকুল ফুলের মালা' (প্রচলিত) এবং 'ভ্রোমরা' (কথা ও সুর অতনু তিয়াস)।'
গানগুলোর সংগীতায়োজন করেছেন পিন্টু ঘটক। প্রযোজনায় শুভজিৎ রায়। আসছে ঈদে দুই বাংলায় একসঙ্গে অ্যালবামটি প্রকাশ পাবে। কলকাতায় অ্যালবামটি প্রকাশ করবে জিওনা। তবে বাংলাদেশের কোন ব্যানার থেকে আসবে তা এখনো চূড়ান্ত হয়নি।
অ্যালবামটি প্রসঙ্গে রিংকু বলেন, 'সহজ মার গান আমাকে খুব টানে। তাঁর গাওয়ার মধ্যে অদ্ভূত একটা ব্যাপার আছে। অনেক দিনের স্বপ্ন ছিল তাঁর সঙ্গে এই অ্যালবামটি করার। এবার সেটা পূরণ হওয়ায় খুব ভালো লাগবে।'