ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী সোহা আলী খান। একটি ফ্যাশন শোতে অংশ নিতে আগামী ১৯ জুন ঢাকায় আসবেন তিনি। ওইদিন সন্ধ্যায় পাঁচ তারকা হোটেল রেডিসনে আয়োজিত ওই ফ্যাশন শোতে ক্যাটওয়াক করবেন তিনি। সেখানে বাহারি পোশাক পরে হাঁটতে দেখা যাবে ৩৫ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রীকে।
ফ্যাশন শোটির আয়োজন করতে যাচ্ছে ইনফিনিটি ইভেন্ট ম্যানেজম্যান্ট। ফ্যাশন ডিজাইনারদের নিয়ে আয়োজিত এ শোতে সোহার সঙ্গে আসবেন ভারতের দশ জন মডেল। তাদের পাশাপাশি বাংলাদেশের পাঁচজন মডেলও ক্যাটওয়াক করবেন।
সাধারণ দর্শকদের জন্য ফ্যাশন শোটির টিকেট মূল্য দুই হাজার টাকা। ফ্যাশন শো শেষেই ভারতে ফিরে যাবেন সোহা।
উল্লেখ্য, কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছোট মেয়ে সোহা আলী খান। তার বড় ভাই সাইফ আলী খানও বলিউড তারকা। তাদের বাবা প্রয়াত ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি।