বাংলাদেশ এবং কলকাতা- দুই বাংলায় অ্যালবাম করছেন রিংকু। কলকাতার লোকজ গানের গায়িকা সহজ-মার সঙ্গে দ্বৈত অ্যালবাম তৈরি করছেন তিনি। আগামী রোজার ঈদে দুই বাংলায় একসঙ্গে বের হবে এটি। অ্যালবামে গান থাকছে মোট ৮টি। এর মধ্যে দুটি গান দ্বৈত এবং তিনটি করে একক। রিংকু জানান, তার গাওয়া একক গানগুলোর শিরোনাম 'আল্লা মন পাখি', 'বকুল ফুলের মালা' এবং 'ভ্রোমরা'। রিংকু ও সহজ-মা একসঙ্গে গেয়েছেন লালনের গান 'মদিনায় রাসুল নামে' এবং 'দিল দরিয়ার মাঝি'। গানগুলোর সংগীতায়োজন করেছেন পিন্টু ঘটক। রিংকু বলেন, 'আমার প্রাপ্তি হচ্ছে, সহজ মা আমার গান পছন্দ করেছেন।'