চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস রেডিওতে উপস্থাপক হিসেবে কাজ করতে যাচ্ছেন। নিজের প্রযোজিত ও অভিনীত 'এককাপ চা' ছবির প্রচারণার অংশ হিসেবে 'ফেরদৌসের সঙ্গে এককাপ চা' শিরোনামের এক অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। জানা গেছে, ছবিটি মুক্তির আগ পর্যন্ত রেডিও ফুর্তিতে প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ আয়োজনে অংশ নেবেন তিনি। গত শুক্রবার প্রচার হয়েছে অনুষ্ঠানটির প্রথম পর্ব। এ দিন ফেরদৌসের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।