অনেক দিন ধরে অডিও বাজারে আপনার কোনো অ্যালবাম নেই কেন?
অডিওর বাজার নিয়ে আর নতুন কিছু বলার নেই। যেসব অডিও প্রতিষ্ঠান আমাদের অ্যালবাম প্রকাশ করত, আজ তার প্রায় সবই বন্ধের পথে। আর শুধু অডিও প্রতিষ্ঠানের দোষ দিলে তো হবে না। পাইরেসির কারণে আজ এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। একটি অডিও প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া মানে তার সঙ্গে যুক্ত অনেক মানুষের ক্ষতি হয়ে যাওয়া।
একটা সময় অডিও প্রতিষ্ঠানগুলো আপনাদের বাড়িতে টাকা নিয়ে বসে থাকত কিন্তু এখন আপনাদের মতো অনেক শিল্পী আছেন তাদের কোনো খবরই রাখছেন না?
গানটা একটি শিল্প। কিন্তু আমি কোনো দিন টাকার জন্য গান করিনি। আমি গানটা করেছি আমার ভালোবাসার জায়গা থেকে। তার পরও অডিও প্রতিষ্ঠানগুলো যদি ভাবে আমাদের দ্বারা তাদের বাণিজ্য হচ্ছে না। তবে আমাদের বলার কিছু নেই।
কিন্তু বর্তমানে যেসব অডিও প্রতিষ্ঠান আছে, তাদের ব্যানার থেকে তো প্রচুর নতুনদের অ্যালবাম প্রকাশ হচ্ছে।
এটা আসলে কী করে হচ্ছে আমি জানি না। এমনও হতে পারে শিল্পীর টাকায় শিল্পীর অ্যালবাম প্রকাশ হচ্ছে। আমরা যখন গান গাওয়া শুরু করেছি, আমরা জানতামও না কি করে একটি অ্যালবাম হয়। গীতিকাররা গান লিখত, মিউজিশিয়ানরা মিউজিক করত আর আমরা শুধু গান গেয়ে আসতাম। ওই সময় আমাদের অ্যালবামের সমস্ত কাজ অডিও প্রতিষ্ঠান করত।
গান শোনার পাশাপাশি এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আপনি কী বলেন?
এখন তো আমি তাই দেখছি। এখন নাকি মিউজিক ভিডিও না করলে অ্যালবাম হিট হয় না। আর তাই এখন অ্যালবামের আগে মিউজিক ভিডিও প্রকাশ হয়। ভাই, কিছু গান করে রেখেছি তা দিয়ে অ্যালবাম করারই সাহস পাই না আর মিউজিক ভিডিও কী করে করব।
বর্তমানে নতুনরা কেমন গান করছে বলে আপনি মনে করেন?
আমি সবার গান শুনি। আমার মনে হয় নতুনদের মধ্যে অনেকেই ভালো গান করছে। আমি বিশ্বাস করি তারাই আমাদের সংগীতাঙ্গনের হাল ধরবে।
কিন্তু তাদের মধ্যে অনেকে তাদের নিজেদের জায়গা ধরে রাখতে পারছেন না।
এটা অনেক কারণেই হতে পারে। গানটা হচ্ছে গুরুমুখী শিক্ষা। আর গানটা যাদি চর্চার মধ্যে না থাকে তবে কী করে হবে। আমি শুধু তাদের একটি কথাই বলব, গানটা হচ্ছে ইবাদতের মতো।
আলী আফতাব