আদালতে আপোস মীমাংসার দিন ধার্য থাকলেও কণ্ঠশিল্পী আরফিন রুমি ও তার প্রথম স্ত্রী অনন্যার আপোস হয়নি। জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে আদালত রুমির অস্থায়ী জামিন ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করেন।
এর আগে দুই পক্ষের শুনানি শেষে শেষবারের মতো সমঝোতার সুযোগ দেন আদালত। জানানো হয়, কোর্ট চলাকালীন সময়ের মধ্যে দুই পক্ষের সমঝোতা না হলে বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতেই চলবে। এর পরপরই নড়েচড়ে ওঠেন রুমির সঙ্গে আদালতে আসা বন্ধু ও স্বজনরা।
এরপর রুমির আইনজীবীর পক্স থেকে আদালতে জানানো হয়, পরবর্তী তারিখের আগেই পূর্বে করা আপোসনামা অনুযায়ী সব শর্ত পূরণ করবেন রুমি। আবশেষে দুই পক্ষের শুনানির পর মামলার পরবর্তী তারিখ দেওয়া হয় ১০ আগস্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আরিফুর রহমান এ আদেশ দেন।
রুমি এখন সমঝোতার দিকে পা বাড়ান নাকি ইউ টার্ন নেন সেটাই দেখার অপেক্ষা।