এসএসএফ-এর [স্পেশাল সিকিউরিটি ফোর্স] প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ ও ১৯ জুন এটিএন বাংলা ও এসএসএফ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড দল মাইলস, শিল্পী শাকিলা জাফর এবং নির্ঝর। নুসরাত ফারিয়ার উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবুর প্রযোজনায় দুই ঘণ্টা ব্যাপ্তির অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত এসএসএফ এর হেড কোয়াটার থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের ভিআইপিদের নিরাপত্তা প্রদানের জন্য ১৯৮৬ সালের ১৫ জুন প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স নামে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান। পরবর্তীতে ১৯৯১ সালের ২৭ সেপ্টেম্বর এ বাহিনীর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় 'স্পেশাল সিকিউরিটি ফোর্স [এসএসএফ]। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এ প্রতিষ্ঠানটির সদস্যদের বিনোদনের মাধ্যমে উজ্জীবিত করতে এটিএন বাংলা ও এসএসএফ-এর যৌথ উদ্যোগে অয়োজন করা হয়েছে।