প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার সঙ্গে সমঝোতার জন্য গায়ক আরফিন রুমিকে শেষবারের মতো সুযোগ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলায় আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। দুই পক্ষের শুনানি শেষে তাদের মধ্যে মীমাংসা না হওয়ায় বিচারক আরিফুর রহমান ১০ আগস্ট অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছেন বলে ওই আদালতের পেশকার ফোরকান মিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে দুই পক্ষের সমঝোতা না হলে আদালতের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতেই চলবে।
রুমির আইনজীবীর আবেদনে তার জামিনের মেয়াদও আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। রুমির আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, এর আগে দুবার আরফিন রুমির পক্ষে অনন্যার সঙ্গে শালিসে বসেন তিনি। কিন্তু অনন্যা কোনো বিষয়েই রুমিকে ছাড় দিতে রাজি হননি। আপস করতে হলে দুই পক্ষকেই কিছু শর্ত শিথিল করতে হবে। রুমির পক্ষ থেকে বিচারককে বলা হয়েছে, পরবর্তী তারিখের আগেই আপসনামা অনুযায়ী সব শর্ত পূরণের চেষ্টা করা হবে।
২০০৮ সালে রুমির সঙ্গে অনন্যার বিয়ে হয়। অনন্যার সঙ্গে সম্পর্ক রেখেই ২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী কামরুন্নেসাকে বিয়ে করেন তিনি। দুই স্ত্রী নিয়ে একসঙ্গে এক বাড়িতেই থাকতেন আরফিন রুমি। দ্বিতীয় বিয়ের এক বছর পর যৌতুকের জন্য নির্যাতন এবং অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগ এনে রুমির বিরুদ্ধে অনন্যা একটি মামলা করেন। সেই মামলায় রুমি গ্রেফতার হন। গত বছরের ১২ অক্টোবর কারাগারে পাঠানো হয় তাকে। এর দুই দিন পর অনন্যারই জিম্মায় জামিন পান তিনি।