বড়পর্দার মাধ্যমেই পরিচিতি পেয়েছে অমিতাভ বাচ্চন। আর ছোটপর্দায় সঞ্চালনার পর এবার ধারাবাহিকে হাতে খড়ি হতে চলেছে অমিতাভের। 'যুদ্ধ' ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
অমিতাভ বলেন, 'টেলিভিশন বা ছোট পর্দাকে আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। আমি যতটা বুঝি টেলিভিশনের ক্ষেত্রে বিষয়বস্তুই রাজা। যার কাছে সবচেয়ে ভাল বিষয় বস্তু বা চিত্রনাট্য থাকবে তার সাফল্য আসবেই।'
অমিতাভ বচ্চনের কথায়, আটশো খানা টেলিভিশন চ্যানেল একে অপরের সঙ্গে লড়াই করছে। ছোটপর্দায় প্রতিযোগিতাও অনেক বেশি। আর এই প্রতিযোগিতাই তাঁর মতো অভিনেতার ক্ষেত্রে নতুন কিছু করার উদ্দীপনা জোগায় বলেও মনে করেন বচ্চন।
তিনি বলেন, 'আমার মনে হয় টেলিভিশন ছায়াছাবির থেকে ভাল মাধ্যম। যদিও এবিষয়ে আমার জ্ঞান অত্যন্ত সীমিত তবু যেটুকু জানি তা হল ভারতীয় ছোটপর্দা থেকে যে আয় হয় তা চলচ্চিত্র জগতের আয়ের তিনগুন। টেলিভিশন দুনিয়ার প্রসার, প্রভাবের সবেমাত্র সূচনা হয়েছে।'