বিখ্যাত এক আন্তর্জাতিক ঘড়ি কোম্পানী তাদের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার শাহরুখ খানকে সরিয়ে বলিউডের নতুন মুখ রণবীর কাপুরকে আনতে চায়। কিছুদিন আগে বলিউডের বাতাসে এমন খবরই শোনা যাচ্ছিল।
কিন্তু কোম্পানিটি আজ এই খবরটাকে সম্পূর্ণ অস্বীকার করে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে এটা ভুল রটনা, তারা রণবীর কাপুরকে নিয়ে আসার কথা ভাবছেনই না। তাদের ঘড়ির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার শাহরুখ খানই থাকছেন।