চলচ্চিত্রে নতুন মুখ অমৃতার একটি ছবিও এখনও মুক্তি পায়নি। তাতে কি, দুটি ছবিতে অভিনয় করেই তারকা খ্যাতি পেয়ে গেছেন, আলোচনার মধ্যমণিও হয়ে আছেন। সম্প্রতি শাকিব খানের সঙ্গে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবারও এ কথার প্রমাণ রাখলেন তিনি। দর্শক এখন বড় পর্দায় অমৃতাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ছবিটি হচ্ছে 'মেন্টাল-ইট ক্যান বি ইউর লাভ স্টোরি'। এতে মন্ত্রীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন অমৃতা। এদিকে এই নায়িকার কাজ শেষ হওয়া ছবি দুটো হচ্ছে- 'অন্তরে অন্তরে' এবং 'গেম'। প্রথম ছবিটি প্রয়াত সালমান শাহ ও মৌসুমী অভিনীত নব্বই দশকে মুক্তিপ্রাপ্ত 'অন্তরে অন্তরে'র রিমেক। এতে মৌসুমী অভিনীত চরিত্রটি রূপায়ণ করেছেন অমৃতা। আগের দুটো ছবি ঈদের পর মুক্তি পাবে। আর 'মেন্টাল' ছবির শুটিং শীঘ্রই শুরু হবে। অমৃতা বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছি বলে ভালো লাগছে। ছবিগুলো মুক্তি পেলে ভালোলাগা আরও বেড়ে যাবে।