তুমুল সমালোচিত হচ্ছেন উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস। একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হচ্ছেন বিতর্কিত এ মানুষটি। সম্প্রতি মুহম্মদ মোস্তফা কামাল রাজের 'তারকাঁটা' ছবি নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেন দেবাশীষ। তাই টিভি অনুষ্ঠানে 'তারকাঁটা' প্রসঙ্গে মন্তব্য নেওয়া হয় তার। দেবাশীষ বলেন, 'ফিল্মটা অবশ্যই আমাদের বাবার এবং আমাদের বাবারই সম্পত্তি এটা। এ সম্পত্তিতে তোমরা ভাগ বসাতে এসেছ। আর ভাগ বসাতে হলে তোমাদের অনেক নমনীয় হয়ে থাকতে হবে।'
একজন চলচ্চিত্র নির্মাতার এ ধরনের মন্তব্যে চলচ্চিত্রাঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। অনেকের মন্তব্য, টিভি অঙ্গন থেকে চলচ্চিত্র নির্মাণে আসা নির্মাতাদের উদ্দেশ্য করে এ আপত্তিকর কথা বলেছেন প্রয়াত নির্মাতা দিলীপ বিশ্বাসের ছেলে দেবাশীষ।
ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্ক জন্ম দিয়েছেন দেবাশীষ। ব্যক্তিজীবন নিয়েও তিনি সমালোচিত। অভিনেত্রী তানিয়া হোসাইনকে গোপনে বিয়ে করেছিলেন। কিছুদিন পর ডিভোর্স হয়ে যায়। তানিয়া তখন অভিযোগ করেছিলেন, 'দেবাশীষ আপাদমস্তকে মুখোশে ঢাকা একজন মানুষ। ব্যক্তিজীবনে সে নানা ঘৃণ্য কাণ্ড করে বেড়ান। মানসিকভাবে অসুস্থ এমন একজন মানুষের সঙ্গে সংসার করা যায় না'। তানিয়ার সঙ্গে ডিভোর্সের পর দেবাশীষ দ্বিতীয় বিয়ে করেন।
দেবাশীষের এবারের বেফাঁস মন্তব্য ছাপিয়ে গিয়েছে অতীতের সবকিছু। 'চলচ্চিত্রকে বাবার সম্পত্তি' বলায় তাকে 'উম্মাদ' বলছেন সবাই।