কেমন আছেন?
ভালো আছি। কিন্তু মাকে অনেক মিস করছি। মা অনেক দিন ধরে আমার কাছ থেকে দূরে। মা এখন চট্টগ্রামে আছে। আমি তাকে এত করে বলছি আমার কাছে চলে আসতে।
নতুন বিজ্ঞাপনটির কেমন সাড়া পাচ্ছেন?
আমি ২০০৯ ও ২০১০ সালে গ্রামীণফোনের অনেক প্যাকেজ বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলাম। সম্প্রতি জিপি স্টারের একটি বিজ্ঞাপন বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। বিজ্ঞাপনটির এত সাড়া পাব জানা ছিল না।
আর কি কি বিজ্ঞাপনে কাজ করেছেন?
আমি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছি। তার মধ্যে রয়েছে মেরিল, রাঁধুনী, ডিপ্লোমা, আরএফএল, বাটা ইত্যাদি।
শুধু কি বিজ্ঞাপনেই কাজ করতে চান?
বিজ্ঞাপনটা আমার ভালো লাগার জায়গা। কারণ বিজ্ঞাপন দিয়ে আমার মিডিয়াতে যাত্রা শুরু। তাই বলে যে শুধু বিজ্ঞাপনে কাজ করব তা কিন্তু নয়। ভালো গল্পের নাটকেও কাজ করতে চাই।
এর মধ্যে কোনো নাটকে অভিনয় করা হয়েছে?
আমি সর্বশেষ পহেলা বৈশাখে একটি টেলিফিল্মে অভিনয় করেছি। এটির নাম ছিল ননদিনী। এর পর অনেক নাটকের অফার পেয়েছি কিন্তু সময়ের কারণে করা হয়ে ওঠেনি।
আপনি তো ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন, এই নিয়ে কিছু করার পরিকল্পনা আছে?
আমার ইচ্ছা আছে পড়াশোনা শেষ করে একটি বুটিক হাউসের দোকান দেব। পাশাপাশি ভালো ভালো নাটকে আর বিজ্ঞাপনে কাজ করে যাব।
আলী আফতাব