ফুটবল উৎসব উন্মাদনায় দুলছে গোটা বিশ্ব। ঢেউ লেগেছে মিডিয়ায়ও। প্রিয় দল, প্রিয় খেলোয়াড়দের নিয়ে ভাবছেন তারকারাও। বিশ্বকাপ নিয়ে নানা ভাবনার কথা বলেছেন মডেল কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। খেলা নিয়মিত দেখা হয় না। মাঝে মাঝে সময়-সুযোগ পেলে দেখি। আর এবার এত রাতে খেলা শুরু হয় ইচ্ছা থাকলেও দেখা সম্ভব হয় না। সারা বিশ্ব এখন ফুটবল জোয়ারে ভাসছে। আমি না চাইলেও এতে আমার অংশগ্রহণ হয়ে যায়। ছেলে আর্জেন্টিনার সাপোর্টার। তাই আমিও আর্জেন্টিনার ঘোর সমর্থক হয়েছি। আমার খেলা মিস হয় কিন্তু ছেলের মিস হয় না। আমিও খেলা দেখি। ছেলের সঙ্গে মিলেমিশে খেলা ভালোই উপভোগ করি।