সোনালী মেঘের ভেলা
দেশ টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'সোনালী মেঘের ভেলা'। নাটকটি রচনা করেছেন এম. আসলাম লিটন আর
পরিচালনা করেছেন তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপন। নাটকটিতে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মলি্লক জলি, মাসুদ আলি খান, তানিয়া হোসাইন, দিহান, শাহাদাত হোসেন, তৃপ্তি চক্রবর্তী ও সারা যাকের। অনেক বাধা পেরিয়ে অবশেষে শ্রাবণী সক্ষম হয় বান্ধবীর বায়িং হাউসের চাকরিতে যোগ দিতে। শুরুতেই সমস্যা, তার ইমিডিয়েট বস পুরুষ এবং রাশভারী স্বভাবের।
'অ'-এর গল্প
হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ছেলেটাকে। তারপর দেখবেন আজকের 'অ'-এর গল্পে। অপরাধ, অলৌকিক, অন্ধকারবিষয়ক এই ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। শামীম শাহেদের উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এ পর্বটিতে অভিনয় করেছেন দিলু মজুমদার, শিখা হক, কৌশিক, নাইমি প্রমুখ। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। 'অ-এর গল্প' ধারাবাহিক নাটক বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে।
যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'যোগাযোগ গোলযোগ'। নাটকটি প্রতি সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। এজাজ মুননার রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আফজাল শরীফ, আবদুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাবি্বর, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা, কুমকুম হাসান প্রমুখ।
শোনেনা সে শোনেনা
এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'শোনেনা সে শোনেনা'। শাহীমনে'র রচনায় নাটকটি পরিচালনা করেছেন চন্দা মাহজাবীন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চন্দা মাহজাবীন, অরুণা বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, হুমায়রা হিমু, আফজাল শরীফ, টুটুল চৌধুরী, নীলা, নায়লা, তানিশা, সুলতান সেলিম, নোহান, সুশান্ত শুভ, লিজা খানম, বীথি দেবনাথ, মীর জাকির, বিপনু, খানশূর নাজনীন হাসান, মাসুম, আলভী মামুন, সুজন হাবীব, তোড়া, মাহী, অভি, যুবরাজসহ আরও অনেকে। গ্রামের নাম মোল্লাহকান্দি। সারা গ্রাম খুঁজলেও প্রকৃত মোল্লাহ খুঁজে পাওয়া দায়।
ভালোবাসা কারে কয়
একুশে টেলিভিশনে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসা কারে কয়'। মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় 'ভালোবাসা কারে কয়' ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা, মীর সাবি্বর, হুমায়রা হিমু, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে। নাটকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল এবং বুধবার প্রচার হয়।
কাম টু দ্য পয়েন্ট
মানিক মানবিক এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'কাম টু দ্য পয়েন্ট'। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, চিত্রলেখা গুহ, সাজু খাদেম, আশফাকুল নোমান, প্রাণ রায়, নওশাবা, শানু, রুকশানা হীরা, প্রিয়া আমান, কাজী উজ্জ্বল, অনামিকা, অনুভব, আল-আমিন প্রমুখ। এসএ টেলিভিশনে নাকটি প্রচারিত হবে আজ রাত ৮টায়। শীলা, নীলা, মিলা, ইলা এবং লীলা... জালাল খানের পাঁচ কন্যা। কোনো পুত্র সন্তান নেই।
বিশাল বাড়িতে বসবাস, বিশাল তাদের হাব-ভাব। এমনি করে চলতে থাকে নাটকের গল্প।