রোজার ঈদকে সামনে রেখে বাজারে আসছে ব্যান্ড দূরবীনের চতুর্থ অ্যালবাম 'দূরবীন ৪.০১'। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন দূরবীনের দলনেতা শহীদ, আইয়ূব শাহরিয়ার, ফাহাদ ও রাফি। আর এতে গান লিখেছেন লতিফুল ইসলাম শিবলী, অনুরুপ আইচ, এস এই শহিদ, দূরবীন শাই ও লালনের একটি গান। শহিদ বলেন, 'ঈদে আমাদের ভক্ত-শ্রোতাদের বাড়তি আনন্দ দিতে চেষ্টা করছি। এতে সম্পূর্ণ নতুন ধারার ১০টি গান স্থান পাচ্ছে। এবারের অ্যালবামটিতে ব্যাবহার করা হয়েছে সব অ্যাকোস্টিক বাদ্যযন্ত্র। ৮০ দশকের গানের আদলে মিউজিক করা হয়েছে।'
দূরবীনের নতুন অ্যালবামে কণ্ঠ দেওয়ার পাশাপাশি বেশ কিছু গানের কথা ও সুর করছেন শহিদ নিজেই। অ্যালবামটি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান দূরবীন এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ হবে। এর আগে দূরবীন ব্যান্ড তিনটি অ্যালবাম প্রকাশ করেছে। এর মধ্যে ব্যান্ডের প্রথম অ্যালবাম হিসেবে ২০০৬ সালে প্রকাশ হয় 'দূরবীন'। ২০০৮ সালে বাজারে আসে দ্বিতীয় অ্যালবাম 'দূরবীন ২.০১'। সর্বশেষ ২০১০ সালে প্রকাশ হয়েছে তৃতীয় অ্যালবাম 'দূরবীন ৩.০১'।